ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ জেতালেন তামিম
বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছিল ১২ ওভারে। দৈর্ঘ্য কমে যাওয়া ম্যাচে রান তাড়ায় বিস্ফোরক ভূমিকায় পাওয়া গেল তামিম ইকবালকে। ঝড়ো ইনিংসে প্রাইম ব্যাংককে ম্যাচ জিতিয়েছেন তিনি।
সোমবার বিকেএসপির দুই মাঠেই ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সকালের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দুপুরের ম্যাচ চার নম্বর মাঠে সময়মতো শুরু হলেও তিন নম্বর মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় অনেক দেরিতে।
পরে ম্যাচ নেমে আসে ১২ ওভারে। তাতে আগে ব্যাটিং পেয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স করতে পারে ৯১ রান। তামিমের ঝড়ে ১৬ বল আগেই ওই রান পেরিয়ে ৭ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলকে জেতাতে ২২ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৬ করেন তামিম।
রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই এনামুল হক বিজয়কে হারায় প্রাইম। এরপর দ্বিতীয় উইকেটেই জেতার ভিত হয়ে যায় তাদের। রনি তালুকদারকে নিয়ে ৬৩ রানের জুটি আনেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম।
প্রতিপক্ষ বোলারদের উপর তাণ্ডব বইয়ে তামিমই খেলা করে দেন সহজ। দলের ৭৫ রানে ৪৬ করা তামিম আউট হন শেখ মেহেদী হাসানের বলে। তবে ততক্ষণে ম্যাচ প্রাইমের পকেটে। রনিও ১৯ বলে ২৫ করে খানিক পর ফিরে যান। বাকি কাজ সেরেছেন মোহাম্মদ মিঠুন ও রকিবুল হাসান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে গিয়ে শুরুটা ভালো পেয়েছিল গাজী। সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন শেখ মেহেদী। তবে শুরুটা আনলেও দুজনের কেউই ইনিংস আগাতে পারেননি। ১২ বলে ১৬ করেন মেহেদী। ১৩ বলে ১৪ আসে সৌম্যের ব্যাট থেকে।
পরে জাকির হাসানের ২২ বলে ২৬ ও মুমিনুল হকের ৪ বলে ১৩ রানে একশোর কাছে যেতে পারে তারা। তবে পরিস্থিতি বিচারে ওই রান ছিল খুবই কম।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে সহজে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মোহাম্মদ আশরাফুল (৩২ বলে ৩৮), সৈকত আলি (২৬ বলে ৩৮) ও শেষ দিকে এনামুল হকের (৫ বলে ২২ রান) ঝড়ে ১৬৬ রান করে তারা। রান তাড়ায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি করতে পেরেছে ১৪৪ রান। তারা ম্যাচ হেরেছে ২২ রানে।
Comments