সীমান্ত থেকে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার ভারতীয় পুলিশের
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় ভূখন্ড থেকে রাশিদা খাতুন (৪০) নামে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বিষয়টি নিশ্চিত হয়ে আজ সোমবার গণমাধ্যমকে জানায়।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান নিহতের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
বিজিবি কর্মকর্তা জানান ওই নারীর মরদেহ কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকার ধানখোলার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোগলবাড়িয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা সদর মর্গে পাঠায়।
রাশিদা দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।
আব্দুল কাদের জানান, রাশিদা শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। তারপর আর তার কোনো সন্ধান মেলেনি। রবিবার সন্ধ্যায় ফেসবুকে ছবি দেখে আব্দুল কাদেরের পরিবার জানতে পারে বিষয়টি।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে জানা যায়নি।
বিএসএফ মরদেহ ফেরত দিলে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
Comments