নবজাতকের মৃত্যুর খবর শুনে ১০ মিনিট পর মারা গেলেন করোনা আক্রান্ত মা
সদ্যপ্রসূত সন্তানের মৃত্যুর খবর শুনে আজ সোমবার ভোর ৬টায় কুমিল্লা মেডিকেল কলেজের হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত এক প্রসূতির মৃত্যু হয়েছে।
মৃত ফারজানা আক্তার (২৭) কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হরিশাপুরা গ্রামের মো. সোহেল পাটোয়ারীর স্ত্রী।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাজেদা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফারজানা গর্ভাবস্থায় করোনায় আক্রান্ত হয়ে গত ১৭ মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। গতকাল ৩০ মে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। তবে সদ্যজাত শিশুটি জন্মের প্রায় ১২ ঘণ্টা পর মৃত্যুবরণ করে।
এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে নিজের অক্সিজেন মাস্ক খুলে ফেলেন ফারজানা। এর ১০ মিনিট পর ভোর সাড়ে ৬টায় তিনি নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানান ডা. সাজেদা।
মৃত শিশুটি করোনা আক্রান্ত ছিল কিনা না বা তার করোনা টেস্ট হয়েছিল কিনা, বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
কুমিল্লায় করোনা দুর্যোগে মৃত ব্যক্তির দাফনের স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের উদ্যোক্তা ইউসুফ মোল্লা টিপু জানান, বিবেকের উদ্যোগে মৃত প্রসূতি ও তার সদ্যজাত সন্তানের গোসল ও জানাজা সম্পন্ন করা হয়। দুপুরে মৃতের পরিবার তাদের মরদেহ কবর দেওয়ার জন্য গ্রামে নিয়ে যায়।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান, গত চব্বিশ ঘণ্টায় কুমিল্লায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।
Comments