মৌলভীবাজারে খাসিয়া-গারোদের সহস্রাধিক পান গাছ কেটে ফেলার অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলেখা চা বাগানের আগার পান পুঞ্জির সহস্রাধিক উৎপাদনশীল পান গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
1.jpg
এ পানের আয়েই জীবিকা নির্বাহ করে আগার পান পুঞ্জির ৪৮টি খাসিয়া-গারো পরিবার। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলেখা চা বাগানের আগার পান পুঞ্জির সহস্রাধিক উৎপাদনশীল পান গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আগার পান পুঞ্জি প্রধান সুখমন আমসে সোমবার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ পানের আয়েই জীবিকা নির্বাহ করে আগার পান পুঞ্জির ৪৮টি খাসিয়া-গারো পরিবার। দুর্বৃত্তের এমন নির্মমতায় তাদের পথে বসার উপক্রম।

সুখমন আমসে জানান, আগার পান পুঞ্জির বাসিন্দারা দীর্ঘদিন ধরে ছোটলেখা চা বাগানের লিজ নেওয়া টিলা ভূমিতে পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। পান বিক্রির টাকায় তাদের খাওয়া, সন্তানের লেখাপড়া, চিকিৎসা, বিয়ে, ধর্মীয় আচার-অনুষ্ঠানসহ সব সামাজিক কর্মকাণ্ড চলে।

আজ দিনের যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের পান জুমের সহস্রাধিক উৎপাদনশীল পান গাছ কেটে ফেলেছে। বিকালে তারা বিষয়টি দেখতে পান। এতে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

2.jpg
উপার্জনের একমাত্র অবলম্বন পান গাছ কেটে ফেলায় পরিবারগুলোর পথে বসার উপক্রম হয়েছে। ছবি: সংগৃহীত

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘আগার পান পুঞ্জি প্রধানের কাছ থেকে তাদের উৎপাদনশীল পান গাছ কেটে ফেলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ফাদার জোসেফ গোমেজ ও এম আই বলেন, ‘আমার ধারণা জুম দখল করার জন্যই দুর্বৃত্তরা পান গাছগুলো কেটে দিয়েছে। উপার্জনের একমাত্র অবলম্বন পান গাছ কেটে ফেলায় পরিবারগুলোর পথে বসার উপক্রম হয়েছে।’

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago