১৪ মাসে কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজের দাম বেড়েছে ২০ শতাংশ

করোনা মহামারির কারণে বাসায় থেকে দাপ্তরিক কাজ এবং অনলাইন ক্লাস চলায় গত ১৪ মাসে কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজের দাম ২০ শতাংশ বেড়েছে। একইসঙ্গে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়া বিদেশি অনেক ছোট-বড় কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় যন্ত্রাংশ আমদানি কমে গেছে।
IT_1Jun21.jpg
করোনা মহামারির কারণে কম্পিউটার যন্ত্রাংশ হার্ডডিস্ক, র‌্যাম, মাদারবোর্ড, প্রসেসর এবং রাউটারের দাম বেড়ে গেছে। ছবিটি গতকাল রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টার থেকে তোলা। ছবি: পলাশ খান/স্টার

করোনা মহামারির কারণে বাসায় থেকে দাপ্তরিক কাজ এবং অনলাইন ক্লাস চলায় গত ১৪ মাসে কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজের দাম ২০ শতাংশ বেড়েছে। একইসঙ্গে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়া বিদেশি অনেক ছোট-বড় কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় যন্ত্রাংশ আমদানি কমে গেছে।

আমদানিকারক এবং ব্যবসায়ীরা বলছেন, প্রযুক্তি সংশ্লিষ্ট পণ্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে করোনা পরিস্থিতির সম্পর্ক রয়েছে। করোনা পরিস্থিতি এ রকমই থাকলে দাম কমে যাওয়া অথবা পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

স্মার্ট টেকনোলজির (বিডি) জেনালের ম্যানেজার মুজাহিদ আল বেরুনী সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিশ্বব্যাপী চিপস-এর সংকট চলছে। করোনা প্রথম ঢেউয়ের সময়ও এ রকম হয়েছিল। আমরা যে পরিমাণ পণ্য আমদানির করতে চেয়েছিলাম তা বাতিল হয়েছিল।’

রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত রায়ান্স কম্পিউটারস এর কর্মকর্তা মাহফিজুর রহমান বলেন, ‘আমরা প্রতি মাসে প্রায় ১২ হাজার ল্যাপটপ বিক্রি করছি। ল্যাপটপের হার্ডডিস্ক, র‌্যাম, মাদারবোর্ড, প্রসেসর এবং রাউটারের দাম বেড়ে গেছে। আগে আমরা গ্রাফিক্স কার্ডসহ কোর আই৫ ল্যাপটপ বিক্রি করতাম ৫৩ হাজার টাকায়। এখন সেটা বিক্রি হচ্ছে ৬৪ হাজার টাকায়।

Comments

The Daily Star  | English

Avoid heat stroke amid heatwave: DGHS issues eight directives

The Directorate General of Health Services (DGHS) released an eight-point recommendation today to reduce the risk of heat stroke in the midst of the current mild to severe heatwave sweeping the country

1h ago