রাশেদ চিশতীর জামিন আপিল বিভাগে স্থগিত, বিচার দ্রুত শেষ করার নির্দেশ

বাংলাদেশ থেকে ১৫৯ কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের হাওয়া মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।
virtual_court-1.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

বাংলাদেশ থেকে ১৫৯ কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের হাওয়া মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

 

একইসঙ্গে বিচারিক আদালতকে দ্রুততম সময়ে মামলার কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন ও রাশেদুল হক চিশতীর দুটি পৃথক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগে পূর্ণ বেঞ্চ এই আদেশ দেন।

রাশেদ চিশতীর জামিন মঞ্জুর করে হাইকোর্ট বিভাগের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে দুদক লিভ টু আপিল আবেদন করেছিল। অন্যদিকে রাশেদ চিশতী জামিন চেয়ে আবেদন করেছিলেন।

ভার্চুয়াল আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মো. মোরশেদ। রাশেদুল হক চিশতীর পক্ষে ছিলেন আইনজীবী এএফ হাসান আরিফ।

খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মাহবুবুল হক চিশতী ও তার ছেলে রাশেদুল হক চিশতী বর্তমানে কারাগারে রয়েছেন। মাহবুবুল হক চিশতীর স্ত্রী রোজী চিশতী ও তার মেয়ে রিমি চিশতী বর্তমানে জামিনে আছেন।’

দেশ থেকে ১৫৯ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১৮ সালের এপ্রিল মাসে দুদক গুলশান থানায় মাহবুবুল হক চিশতী, তার স্ত্রী রোজী চিশতী এবং দুই ছেলে-মেয়ে রাশেদুল হক চিশতী ও রিমি চিশতীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

Comments