বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিগগির টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে চুক্তির পর আমরা জুন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে সিনোফার্ম ভ্যাকসিন পাব। প্রথম দিকে অগ্রাধিকারের ভিত্তিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আমরা চাই, টিকা নেওয়ার পর তারা আবারও স্বাভাবিক পড়ালেখার পরিবেশে ফিরে আসুক।’
‘আমরা ইতোমধ্যে চীন সরকারের উপহার দেওয়া পাঁচ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন দিয়ে মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করেছি’, যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা চীনের কাছে দেড় কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছি। যা দিয়ে আমরা ৭৫ লাখ মানুষকে টিকা দিতে পারব। এছাড়া আমরা রাশিয়ার কাছ থেকেও একই পরিমাণ ভ্যাকসিন পাব।’
তিনি আরও বলেন, ‘প্রক্রিয়া অনুসারে আমরা শিক্ষার্থীদেরও ফাইজারের টিকা দেব। ফাইজারের ভ্যাকসিন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, আমরা এ বিষয়ে ধারাবাহিকতা অনুসরণ করব। যদি শিক্ষার্থীরা উপযুক্ত বিবেচিত হয় তাহলে, আমরা তাদেরও ফাইজারের ভ্যাকসিন দেব।’
Comments