যশোরে আরও ৭৫ জনের করোনা শনাক্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে নমুনা পরীক্ষায় আরও ৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে যশোর জেলার আছেন ৭০ জন, মাগুরার তিন জন ও নড়াইলের ২ জন।
এ তথ্য নিশ্চিত করে আজ মঙ্গলবার যবিপ্রবি অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. ইকবাল কবীর জাহিদ দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার রাতে ল্যাবে মোট ৩২২টি নমুনা পরীক্ষা করে আজ সকালে ৭৫টি পজিটিভ পাওয়া গেছে।
নমুনা পরীক্ষার ফলাফল এই তিন জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে, গতকাল যশোরে আট জনের করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়। যবিপ্রবি জেনোম সেন্টারে নমুনা পরীক্ষায় ভারতীয় ধরন শনাক্ত হয় বলে যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন।
তিনি জানান, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কেউ ভারত থেকে আসেননি। ভারতে যাওয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের মধ্যে সাত জন পুরুষ ও একজন নারী। সবার বয়স ৫৬ বছরের নিচে।
আরও পড়ুন:
Comments