এমসি কলেজে ধর্ষণ: অধ্যক্ষ-হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমেদ ও হোস্টেল সুপার জীবন কৃষ্ণ আচার্যকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
virtual_court-1.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমেদ ও হোস্টেল সুপার জীবন কৃষ্ণ আচার্যকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

অধ্যক্ষ ও হোস্টেল সুপারের দায়িত্বে অবহেলা এবং তরুণীকে ধর্ষণ থেকে বাঁচাতে ব্যর্থতায় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ নির্দেশ দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলেন উচ্চ আদালত। একইসঙ্গে ওই দুই জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইনসচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জ গঠন ১০ জানুয়ারি

এমসি কলেজে ধর্ষণ: আদালতে স্বীকারোক্তি ৩ আসামির

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় আসামি যারা

এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান, অস্ত্র উদ্ধার

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago