বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী ধর্ষণ: ‘পালাতে গিয়ে’ গুলিবিদ্ধ আরও একজন গ্রেপ্তার
ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত সবুজ পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন।
গ্রেপ্তার থেকে বাঁচার জন্য পালিয়ে যাওয়ার সময় তার পায়ে গুলি করে পুলিশ।
পুলিশ জানায়, সবুজের অবস্থান সম্পর্কে জানার পর বুধবার সকালে বেঙ্গালুরু শহরের রামপুরা এলাকায় পুলিশের একটি দল তার পিছু নেয়। সেসময় সবুজ ছুরি দিয়ে পুলিশকে আক্রমণ করে পালাতে চেষ্টা করে।
পুলিশ আরও জানায়, আত্মরক্ষার জন্য গুলি চালিয়ে অভিযুক্ত সবুজকে আটক করা হয়েছে। এ ঘটনায় কনস্টেবল প্রধান গুরুতর আহত হয়েছেন ও এক পুলিশ কর্মকর্তা এক পায়ে আঘাত পেয়েছেন।
পায়ে গুলিবিদ্ধ সবুজকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এই মামলায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে। কয়েকদিন আগে সবুজের দুই সহযোগীও পুলিশের হাত থেকে পালানোর সময় গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন:
ভারতে নারী পাচারকারী চক্রের ৩ সদস্য সাতক্ষীরায় গ্রেপ্তার
ভারতে নারী পাচার: ‘বস রাফি’সহ ৪ জন ৫ দিনের রিমান্ডে
৫ বছরে ৫০০ তরুণী ভারতে পাচার, ‘মূল হোতা’ ‘বস রাফি’সহ গ্রেপ্তার ৪
পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে ভারতে গ্রেপ্তার ২ বাংলাদেশি আহত
তরুণীকে ধর্ষণ-নির্যাতন: বেঙ্গালুরু থেকে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ
Comments