জাবিতে অনলাইনেই হবে চূড়ান্ত পরীক্ষা

অনলাইনে মাস্টার্সসহ বিভিন্ন একাডেমিক সেশনের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
ফাইল ফটো

অনলাইনে মাস্টার্সসহ বিভিন্ন একাডেমিক সেশনের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন অনলাইন পরীক্ষা  পদ্ধতির অনুমোদন দিয়েছে। জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেটের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘একাডেমিক কাউন্সিল বৈঠকের পরামর্শ অনুযায়ী সিন্ডিকেট বডি মাস্টার্সসহ বিভিন্ন ব্যাচের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীতিমালা চূড়ান্ত করেছে। বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে।’

অ্যাসাইনমেন্ট, ওপেন বুক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।

চলমান কোভিড-১৯ মহামারির মধ্যে নতুন নীতিমালা অনুযায়ী, চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে প্রতিটি কোর্সে একটি ১০ নম্বরের অ্যাসাইনমেন্ট, ১০ নম্বরের ওপেন বুক পরীক্ষা ও ৩০ নাম্বারের মৌখিক পরীক্ষা অনলাইনে হবে।

পরে, ৫০ নম্বরের ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৭০ নম্বরের জন্য রূপান্তরিত হবে। অবশিষ্ট ৩০ নম্বর ইনকোর্স ও ক্লাসে উপস্থিতির ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

জাবি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই হল খুলে ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করছেন। আজ প্রশাসনের এমন ঘোষণার পরে ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

Comments