বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম পাটোয়ারী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় আব্দুল হালিম নামে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে আজ সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি, সকাল সাড়ে ৬টার দিকে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন।’
আব্দুল হালিম সপরিবারে মধ্য বাড্ডা এলাকার হাজী বাড়ী মোড় এলাকায় বসবাস করতেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সাদিপুর গ্রামে। ঢাকায় তিনি মধ্য বাড্ডা এলাকায় মিষ্টি বিক্রি করতেন।
তার ছেলে আহসান হাবিব ডেইলি স্টারকে জানিয়েছেন, গাজীপুরের টঙ্গী এলাকা থেকে মিষ্টি কেনার আজ ভোর ৬টার দিকে আব্দুল হালিম বাসা থেকে বের হয়েছিলেন। এর কিছুক্ষণ পরে মোবাইল ফোনে সংবাদ আসে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
আহসান হাবিব বলেন, ‘আমরা জানতে পেরেছি মধ্য বাড্ডা এলাকায় বাসের ধাক্কায় বাবা আহত হন। পোস্ট অফিসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। প্রথমে আমরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বাচ্চু মিয়া আরও জানান, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’
Comments