করোনাভাইরাস

ভারতে কমে আসছে মৃত্যুর সংখ্যা

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই হাজার ৮৮৭ জন। এর আগে গতকাল মৃত্যু হয়েছিল তিন হাজার ২০৭ জনের। বিগত কয়েক দিনের তুলনায় দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন তিন লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।
ভারতের আহমেদাবাদে করোনার পরীক্ষার নমুনা নিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই হাজার ৮৮৭ জন। এর আগে গতকাল মৃত্যু হয়েছিল তিন হাজার ২০৭ জনের। বিগত কয়েক দিনের তুলনায় দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন তিন লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক লাখ ৩৪ হাজার ১৫৪ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই লাখ ১১ হাজার ৪৯৯ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৬৯ জন।

ভারতে মোট শনাক্ত দুই কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ১৭ লাখ ১৩ হাজার ৪১৩ জন।

ভারতে এখন পর্যন্ত ২২ কোটি ১০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরটি-পিসিআর ও অ্যান্টিজেন পদ্ধতিতে ২১ লাখ ৫৯ হাজার ৮৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৩৫ কোটি ৩৭ লাখ ৮২ হাজার ৬৪৮টি নমুনা।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে দুই লাখ ৫৪ হাজার ৭১টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬০ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৩৬ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ২৪ লাখ ২৭ হাজার ৮৭৪ জন এবং মারা গেছেন ৩৭ লাখ ছয় হাজার ৫৮০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৫ কোটি ৫০ লাখ ৭১ হাজার ৬৩ জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago