২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৫৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুই জন। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময় ২২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২৫ শতাংশ।
corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুই জন। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময় ২২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার পর্যন্ত কুষ্টিয়ায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১৬ জন। জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেছেন, করোনা সংক্রমণ বাড়লেও লকডাউন ঘোষণা করার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। এ রকম পরিস্থিতি আগেও দুই বার হয়েছিল। গত মঙ্গলবার করোনা প্রতিরোধ কমিটির সভায় তিনি এ মত জানান।

এর আগের ২৪ ঘণ্টায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছিল, মারা গেছেন দুই জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য ৫০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে আইসোলেশন বেড ৩০টি, অবজারভেশন বেড ২০টি। হাসপাতাল সূত্র জানিয়েছে, ৪০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম মুস্তানজিদ বলেন, প্রতি মুহূর্তে করোনা পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান বলেন, সিদ্ধান্ত একটি নেওয়া হয়েছে মানে তাতেই স্থির থাকতে হবে এমন নয়। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

Comments