আরও

মাস্কাট-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৫ জুন থেকে মাস্কাট-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে।
ছবি: সংগৃহীত

বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৫ জুন থেকে মাস্কাট-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকভাবে চারদিন মাস্কাট থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে।

সপ্তাহের মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার স্থানীয় সময় রাত ২টায় ফ্লাইটটি মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকায় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করবে।

প্রসঙ্গত, ঢাকাগামী যাত্রীদের নিজ খরচে তিনদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং পরবর্তীতে কোভিড টেস্টের ফলাফলে নেগেটিভ হলে অবশিষ্ট এগারো দিন হোমকোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা আছে।

১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে মাস্কাট থেকে ঢাকা রুটে ফ্লাইটটি পরিচালনা করা হবে বলে ইউএস বাংলা জানিয়েছে।

করোনাকালে মাস্কাট ছাড়াও কুয়ালালামপুর, দোহা ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে।

Comments

The Daily Star  | English

Bribe taken at minister’s house now in DB custody

A representative of Zakir Hossain, state minister for primary education, has returned Tk 9.5 lakh allegedly taken in bribes from a man seeking to be a primary school teacher.

6h ago