১০ বছরের পুরনো নৌযানে অগ্রিম কর কমছে

যেসব নৌযানের বয়স ১০ বছর পার হয়ে গেছে, আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে সেগুলোর ক্ষেত্রে যাত্রী প্রতি অগ্রিম কর হ্রাসের সুপারিশ করা হয়েছে।

যেসব নৌযানের বয়স ১০ বছর পার হয়ে গেছে, আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে সেগুলোর ক্ষেত্রে যাত্রী প্রতি অগ্রিম কর হ্রাসের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যাত্রী প্রতি অগ্রিম কর ১২৫ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করার সুপারিশ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন শুরু হয়। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

আগামী অর্থবছরের জন্য তিনি ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। এটি তার তৃতীয় বাজেট ঘোষণা। প্রস্তাবিত এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে জিডিপির ছয় দশমিক দুই শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি ধরা হয়েছে।

আরও পড়ুন:

করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

মাথাপিছু আয় এখন ২২২৭ মার্কিন ডলার

 

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা

করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে

নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি

আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব

এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে

কৃষি শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে ১০ বছর কর অব্যাহতি

দাম বাড়তে পারে, কমতে পারে

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

Comments

The Daily Star  | English
Dhaka University suspends exams

DU bans all forms of politics on campus

Dhaka University Syndicate tonight decided to ban all forms of partisan politics by teachers, students and staff on the university campus until further notice

34m ago