দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের স্বাস্থ্য বীমার আওতা বাড়বে

স্টার অনলাইন গ্রাফিক্স

২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জন্য স্বাস্থ্য বীমার আওতা বাড়াবে।

দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবায় অর্থায়নের জন্য হাতে নেওয়া স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ আওতা বাড়ানো হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ‘২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৮১ হাজার ৬১৯টি পরিবারের মোট ২০ হাজার ৯৩১ সদস্য সেবা পেয়েছেন। ধীরে ধীরে সারা দেশেই এ সেবা ছড়িয়ে দেওয়া হবে।’

২০১৮ সালে প্রকাশিত আইসিডিডিআরবির এক গবেষণা অনুসারে, এ স্কিমের অধীনে প্রতিটি নিবন্ধিত পরিবারকে স্বাস্থ্যসেবা বাবদ প্রতি বছর ৫০ হাজার টাকা (৬২০ মার্কিন ডলার) করে দেওয়া হচ্ছে।

বাজেট বক্তৃতায় বলা হয়, ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করে স্বাস্থ্য বীমার আওতা বাড়ানো হয়েছে। এই নীতিটির নাম ‘স্বাস্থ্যখাতে অর্থায়নের কৌশল: ২০১২-২০৩২’।

আরও পড়ুন:

বরাদ্দ কমছে ১৩ মন্ত্রণালয়-বিভাগের

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২৫ শতাংশ, মূল্যস্ফীতির হার ৫.৩ শতাংশ

সামাজিক নিরাপত্তা খাতে ১০৭৬২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

৩ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত

 

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা

করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে

নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি

আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব

এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে

কৃষি শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে ১০ বছর কর অব্যাহতি

দাম বাড়তে পারে, কমতে পারে

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত ১ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে

Comments

The Daily Star  | English

Polls could be held in mid-February

Chief Adviser Prof Muhammad Yunus has said the next general election could be held in the week before the start of Ramadan in 2026.

2h ago