মেজর সিনহা হত্যা মামলার আসামি আজিজের জামিন মেলেনি হাইকোর্টে

সিনহা মো. রাশেদ খান। ছবি: সংগৃহীত

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে আইয়াজকে জামিন দিতে অস্বীকার করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ দেবনাথ ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ আব্দুল আজিজের জামিনের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ, আবেদনটি সঠিক উপায়ে করা হয়নি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি দ্য ডেইলি স্টারকে বলেন, আটক আসামি আব্দুল আজিজ জামিনের আবেদনে এই হত্যার পেছনে তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করেননি।

তিনি জানান, আব্দুল আজিজ এই মামলার প্রধান আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারচরা তদন্ত কেন্দ্রের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীর সোর্স ছিলেন।

আজিজের আইনজীবী আমিরুল ইসলাম এই সংবাদদাতাকে বলেছেন, তিনি আগামী সপ্তাহে জামিনের আবেদনটি অন্য একটি হাইকোর্ট বেঞ্চে উত্থাপন করবেন।

গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের এপিবিএন চেকপয়েন্টে সিনহা নিহত হন। স্থানীয় পুলিশ জানিয়েছিল, হত্যা ঘটনার আগে বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকাতের দল এপিবিএনের তিন জন কর্মকর্তার কাছ থেকে চেক পোস্টটির দায়িত্ব নিয়েছিল।

এ ঘটনার পর একই বছরের ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস স্থানীয় আদালতে একটি হত্যা মামলা করেন। পরে, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার আগে তার ইউটিউব চ্যানেলের জন্য টেকনাফের মারিশবুনিয়ায় ভিডিও শ্যুট করছিলেন। তিনি চিত্রগ্রহণের জন্য এক মাস ধরে ওই এলাকাতে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার এ বিষয়ে ভার্চুয়াল শুনানির সময় আবদুল আজিজের জামিন আবেদনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

আরও পড়ুন:

সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন রোববার

সিনহা হত্যা: প্রতিবেদন দিতে আবারও সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

‘নির্ধারিত সময়েই সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন’

কল রেকর্ডিং ‘পায়নি’ তদন্ত কমিটি

রিমান্ডে নির্যাতনের দাবি প্রদীপ-লিয়াকতের, র‌্যাবের অস্বীকার

সিনহা হত্যা মামলায় এপিবিএনের ৩ সদস্য রিমান্ডে

প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামিকে শামলাপুর চেকপোস্টে নেওয়া হয়েছে

সিনহা হত্যা মামলা: প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামি রিমান্ডে

সিনহা হত্যায় ৩ সাক্ষী ও ৪ পুলিশ সদস্য ৭ দিনের রিমান্ডে

সিনহা হত্যা মামলার ৪ আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ

সিনহা হত্যায় পুলিশের মামলার ৩ সাক্ষীকে কারাগারে প্রেরণ

সিনহা হত্যা মামলা: প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামি রিমান্ডে

নিরস্ত্র সিনহাকে গুলি করেছিলেন লিয়াকত: সিফাত

মেজর সিনহা হত্যাকাণ্ডে কক্সবাজারের এসপিকেও বিচারের আওতায় আনতে হবে: রাওয়া চেয়ারম্যান

মেজর সিনহার বড় বোনের হত্যা মামলা দায়ের

টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস

সিনহা হত্যা মামলার ৮ আসামি আদালতে, প্রদীপ দাশকে নেওয়া হচ্ছে কক্সবাজার

টেকনাফে পুলিশের গুলিতে ‘সাবেক সেনা কর্মকর্তা’ নিহত

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

5h ago