উন্নয়নশীল দেশে টিকা সরবরাহে জি-সেভেনের প্রতি আইএমএফ ও বিশ্ব ব্যাংকের আহ্বান
করোনা মহামারি মোকাবিলায় উন্নয়নশীল দেশে টিকা সরবরাহ করে পাশে দাঁড়ানোর জন্য সাতটি অগ্রসর দেশের জোট জি-সেভেনের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এক যৌথ বিবৃতিতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস ভ্যাকসিন উৎপাদনে সম্পৃক্ত প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও বিভিন্ন দেশের সরকার প্রধানের প্রতি ভ্যাকসিন সংগ্রহের চুক্তি, অর্থায়ন ও ভ্যাকসিন বিতরণে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, ‘আরও ব্যাপকভাবে ভ্যাকসিন বিতরণ করা অর্থনীতির জন্য জরুরি প্রয়োজন এবং নৈতিক দায়িত্ব। উন্নয়নশীল দেশের মানুষসহ সকলেই ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত করোনা মহামারি শেষ হবে না।’
ম্যালপাস ও জর্জিয়েভা আজ শুক্রবার ও আগামীকাল জি-সেভেনভুক্ত যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং জাপানের ফাইন্যান্স কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সেখানে মূল আলোচ্য বিষয় হবে করোনা মহামারি ও মোকাবিলা।
Comments