কোভিড সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় দৃশ্যমান ও উদ্ভাবনী পরিকল্পনা বাজেটে নেই: সিপিডি
আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোভিড-১৯’র কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলায় তেমন কোনো দৃশ্যমান ও উদ্ভাবনী পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
আজ শুক্রবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে তারা এ মন্তব্য করেন।
সিপিডি বলেছে, ‘অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু, প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রত্যাশিত বরাদ্দ আসেনি।'
আগামী অর্থবছরের ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট বিশ্লেষণের বিষয়ে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘সরকারের প্রতিশ্রুতির সঙ্গে এসব খাতের বরাদ্দগুলো মেলে না।’
‘মোট বরাদ্দে সরকারি সেবা, শিক্ষা ও প্রযুক্তি, পরিবহন এবং যোগাযোগ সামাজিক সুরক্ষা ও কল্যাণ খাত বেশি প্রাধান্য পেয়েছে। কিন্তু, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দের পরিমাণ তূলনামুলকভাবে কম।’
সম্মেলনে আরও বক্তব্য দেন সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান।
Comments