ভেদরগঞ্জে সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ, আটকা পড়েছে শতাধিক গাড়ি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শরীয়তপুর-চাঁদপুর সড়কের বালার বাজার সেতুতে মাল বোঝাই ট্রাক উঠলে বেইলি সেতুর পাটাতন ভেঙে যায়। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) সেতুর দুই প্রান্তে অন্তত শতাধিক গাড়ি আটকে আছে, বন্ধ আছে যান চলাচল।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি রাত সাড়ে নয়টার দিকে বালার বাজার এলাকায় একটি সেতুর পাটাতন ভেঙে রাস্তার দুই পাশে যানবাহন আটকে আছে। খবর পেয়ে সেতুটি সংস্কারের জন্য কর্মীদের পাঠানো হয়েছে। আশাকরি রাতের মধ্যেই সেতুটি মেরামত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, সড়কে আরও পাঁচটি পুরাতন বেইলি সেতু আছে। এই সেতুগুলো পুরাতন ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেসব স্থানে নতুন সেতু নির্মাণ কাজ চলছে।
চাঁদপুর-ঢাকাগামী পিকআপ চালক রাকিব সরদার দ্য ডেইলি স্টারকে জানান, আমি ঢাকা থেকে কিছু পণ্য নিয়ে শরীয়তপুর এসেছিলাম। এখন কিছু নতুন পণ্য চাঁদপুর নামিয়ে ঢাকা যাব। কিন্তু, সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় এখানে অপেক্ষা করতে হচ্ছে। এখানে কম করে হলেও যাত্রীবাহী বাস, পিকআপ ও ট্রাকসহ কমপক্ষে একশ’র ওপরে যানবাহন আটকে আছে।
Comments