রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি চার জনের করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারা যাওয়া আট জনের মধ্যে পাঁচ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়। বাকি তিন জন রাজশাহীর বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ‘আজ সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ২২৪ জন। গত ২৪ ঘণ্টায়  নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন। এর মধ্যে রাজশাহীর বাসিন্দা ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন ও একজনের বাড়ি নওগাঁ জেলায়।’

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৫১ দশমিক ১৭।

Comments

The Daily Star  | English
Bangladesh's remittance in September 2024

Remittance rises 21% in October

Migrant Bangladeshis sent home $2.39 billion in October

25m ago