জমি নিয়ে বিরোধে বয়স্ক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লালমনিরহাটের সদর উপজেলায় খোদেজা বেওয়া (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবারের এই ঘটনায় লালমনিরহাট সদর থানা পুলিশ রাতেই কোহিনুর বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে বিরোধপূর্ণ জমিতে আম গাছ লাগানোকে কেন্দ্র করে খোদেজাকে তার ভাসুর (স্বামীর বড় ভাই) শামসুল হক (৬৫) ও তার পরিবারের সদস্যরা তুলে নিয়ে যায়। শামসুলের বাড়িতে নিয়ে খোদেজাকে পিটিয়ে হত্যা করা হয়।
মাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন নিহত খোদেজার দুই ছেলে আব্দুল খালেক (৩০) ও আব্দুল মালেক (৩৫)। তারা বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় নিহতের ছেলে আব্দুল মালেক বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Comments