পাহাড় ধসে ২ রোহিঙ্গা নিহত
কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক নারীসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ও দুপুরে প্রবল বর্ষণের সময় এ ঘটনা ঘটে।
নিহত দুই রোহিঙ্গা হলেন-উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর ক্যাম্পের রফিক উল্লাহ (৩২) এবং টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের ২১ নম্বর ক্যাম্পের নুর হাসিনা (২০)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার খোন্দকার আশফাকুজজামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাহাড় ধসের ঘটনায় মারা যাওয়া রফিক উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর একটার দিকে পাহাড়ের মাটি কাটতে গিয়ে রফিক উল্লাহ মাটিতে চাপা পড়ে।'
খবর পেয়ে এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে বলে জানান পুলিশ কর্মকর্তা আশফাকুজজামান।
তিনি জানান, হোয়াইক্ষ্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আজ সকাল ১০টার দিকে অতি বর্ষণে পাহাড় ধসে রোহিঙ্গা নারী নুর হাসিনা মাটি চাপা পড়ে। খবর পেয়ে ১৬-এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্য চিলড্রেন পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।
১৪-এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ নাঈমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আইনগত প্রক্রিয়া শেষ করে নিহত রোহিঙ্গাদের মরদেহ তাদের আত্মীয়-স্বজনদেরকে কাছে হস্তান্তর করা হয়েছে।'
Comments