মালিবাগে বাড়ির লোহার গেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩
রাজধানীর মালিবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিন জন নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে হাতিরঝিল থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি বাড়ির লোহার গেট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাবিনা পাখি (১০), ঝুমা (১৪) ও আবুল হোসেন (৬৫)।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত তিন জন মালিবাগ আবুল হোটেলের পিছনে সোনা মিয়ার গলির একটি বাড়িতে থাকতেন। আজ দুপুরে ওই বাড়ির সামনের বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে লোহার গেটের ওপর পড়লে সেটি বিদ্যুতায়িত হয়।'
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সে সময় শিশু সাবিনা ও ঝুমা বাসার সামনে খেলছিল। এক পর্যায়ে তারা দুজন ওই গেট স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বৃদ্ধ আবুল হোসেন তাৎক্ষনিক তাদের বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
পরে, পাখিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঝুমা ও আবুল হোসেনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এসআই শরিফুল।
Comments