পরিবেশ বিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে তরুণদের: সুলতানা কামাল
পরিবেশ বিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে তরুণদের সাহস নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে ‘জীব-বৈচিত্র্য সংরক্ষণে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস’ ওই আলোচনার আয়োজন করে।
সুলতানা কামাল বলেন, ‘পরিবেশ ধ্বংস করার জন্য যে অস্ত্র প্রয়োগ করা হয়, সেটির সামনে তরুণদের সাহস নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। আমরা তরুণ প্রজন্মকে দেখে আশান্বিত হই।’
তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ আমাদের দেখিয়ে দিয়েছে যে, পরিবেশ রক্ষা করতে না পারলে কেউ রক্ষা পাবে না। পরিবেশ-প্রতিবেশই আমাদের জীবন। যা আমাদের বাঁচিয়ে রেখেছে। এটির ধ্বংস করে আমরা বাঁচতে পারি না। উন্নয়ন বলতে শুধু উঁচু উঁচু দালান কোঠাকে বোঝায় না। উন্নয়ন হলো সার্বিক জিনিসের উন্নয়ন।’
পরিবেশবাদী সংগঠন বেলার পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পরিবেশেই আগামী প্রজন্মের এজেন্ডা। আমরা চলে গেলে তরুণরাই পরিবেশ রক্ষার আন্দোলন এগিয়ে নিয়ে যাবে। তারা মাঠ পর্যায় থেকে উঁচু পর্যায়ে কাজ করবে।’
অধ্যাপক খালেকুজ্জামান বলেন, ‘এ দেশের নীতি নির্ধারকরা প্রায় বলেন, আমরা উন্নয়নের বিপক্ষে। কিন্তু আমরা কখনো উন্নয়নের বিপক্ষে না। এ দেশের উন্নয়নের যে দর্শন, সেটির পরিবর্তন করতে হবে। উন্নয়নের নামে যদি ইট-পাথরের দালান তৈরি করা হয়, তাহলে সেটিকে সার্বিক উন্নয়ন বলা যাবে না। উন্নয়ন হতে হবে পরিবেশবান্ধব।’
গ্রিন ভয়েস’র সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স, নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন, লেখক ও পরিবেশ কর্মী বিধান চন্দ্র পাল এবং গণমাধ্যম কর্মী শুভ কিবরিয়া প্রমুখ।
Comments