রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ রোববার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মারা যাওয়া ছয় জনের মধ্যে তিন জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়। বাকিদের একজনের বাড়ি রাজশাহী এবং একজন নাটোর ও একজন চুয়াডাঙ্গার বাসিন্দা।’

‘করোনায় আক্রান্ত দুই জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ,’ যোগ করেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ‘আজ সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে মোট ২৩৫ জন। গত ২৪ ঘণ্টায়  নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন। তাদের মধ্যে রাজশাহীর বাসিন্দা ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের আট জন, ও নওগাঁর তিন জন ও একজনের বাড়ি নাটোর জেলায়।’

উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৫০ দশমিক ২৭।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

1h ago