সিনোভ্যাকের টিকা প্রয়োগের অনুমোদন দিলো ঔষধ প্রশাসন

করোনা মোকাবিলায় চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানি লিমিটেড এর টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ রোববার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সিনোভ্যাকের ভ্যাকসিন। ছবি: রয়টার্স

করোনা মোকাবিলায় চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানি লিমিটেড এর টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ রোববার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশে এই টিকার লোকাল এজেন্ট হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। এর বাণিজ্যিক নাম হবে করোনা ভ্যাক।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর ভ্যাকসিনটির ডোসিয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল পার্ট, সিএমসি পার্ট এবং রেগুলিটরি স্ট্যাটাস) মূল্যায়ন করে কোভিড-১৯ চিকিৎসায় জরুরি ব্যবহারের অনুমোদন (ইইউএ) দিয়েছে।

এই টিকাটি ১৮ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহার করা যাবে। দুই ডোজের এই ভ্যাকসিনের প্রথম ডোজের দুই বা চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে এবং এটি দুই থেকে আট ডিগ্রি সিলেসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

করোনাভাইরাস প্রতিরোধে ‘করোনা ভ্যাক’ পঞ্চম টিকা হিসেবে অনুমোদন দিলো বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago