বিদেশগামীদের নমুনা পরীক্ষা হবে আর্মি স্টেডিয়ামে: স্বাস্থ্য অধিদপ্তর

বিদেশগামী মানুষের করোনা নমুনা পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Corona_Booths_Set_Up.jpg
ছবি: সংগৃহীত

বিদেশগামী মানুষের করোনা নমুনা পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ কথা জানান।

তিনি বলেন, ‘বিদেশগামী মানুষের জন্য আরও উন্নত ল্যাব সেবা দিতে ডিএনসিসি আরটি-পিসিআর কার্যক্রম আার্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। আগে করোনার নমুনা দিতে হতো মহাখালীতে অবস্থিত ডিএনসিসি বুথে। সেখানে এখন করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারিত করা হয়েছে।’

‘কিছু অসাধু এবং দালাল শ্রেণির মানুষ বিদেশগামী মানুষদের প্রতারিত করছে এবং ভুয়া সার্টিফিকেট দিচ্ছে। এ বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে’— বলেন তিনি।

Comments