প্রশাসনের নিষ্ক্রিয়তা, বাঁধ নির্মাণে স্থানীয়দের ঢল

সাইক্লোন ইয়াসের প্রভাবে খুলনার কয়রা উপজেলায় বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। এ বাঁধগুলো সরকারের পুনর্নির্মাণ করার কথা থাকলেও তা করতে হচ্ছে সাধারণ মানুষকে। এ নিয়ে ক্ষোভের জের ধরে প্রতিবাদের মুখেও পড়েছিলেন সেখানকার স্থানীয় সংসদ সদস্য।

বাঁধ ভাঙার পর কয়রা উপজেলার অবস্থা জানতে সেখানে যান দ্য ডেইলি স্টারের সাংবাদিক দীপঙ্কর রায়। তার অভিজ্ঞতা ও সেখানকার অবস্থা নিয়ে আজকের স্টার অন দ্য স্পট।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago