দিল্লিতে শিশুদের কোভ্যাক্সিন ট্রায়াল আজ থেকে

দিল্লীতে আজ সোমবার থেকে ভারত বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ শিশুদের জন্য কার্যকর কি না তা পরীক্ষা করতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে।
ছবি: ইন্ডিয়াডটকম থেকে নেওয়া

দিল্লীতে আজ সোমবার থেকে ভারত বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ শিশুদের জন্য কার্যকর কি না তা পরীক্ষা করতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) দুই বছর থেকে ১৮ বছর বয়সের শিশুদের ওপর এই ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করবে।

আজ ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, এআইআইএমএস গতকাল রোববার পাটনায় শিশুদের ওপর এই ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যদি বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন না দেওয়া হয় তবে সম্ভাব্য তৃতীয় ঢেউ মহামারির দ্বিতীয় ঢেউ অপেক্ষা বেশি ভয়াবহ হবে এবং শিশুরা এর প্রধান লক্ষ্য হতে পারে।

তবে ভারতে ব্যবহৃত ‘কোভ্যাক্সিন’, ‘কোভিশিল্ড’ ও ‘স্পুতনিক-ভি’ ভ্যাকসিনগুলো এখনও শিশুদের ব্যবহারের অনুমতি পায়নি।

এনআইটিআইয়ের সিনিয়র সদস্য ডা. ভি কে পল গত মাসে বলেছিলেন যে, দুই থেকে ১৮ বছর বয়সী শিশুদের ওপর দুই থেকে তিনটি ধাপে এই ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা হবে। ভারত সরকার গত ১৩ মে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার জন্য ছাড়পত্র দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা কয়েকটি নির্দিষ্ট বয়সের শিশুদের ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

তিন বছর থেকে ১৭ বছর বয়সের শিশুদের জন্য চীন সিনোভ্যাকের ‘করোনাভ্যাক’ ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

তবে অধিকাংশ দেশই এখনও শিশুদের ব্যবহারের জন্য ভ্যাকসিনের অনুমোদন দেয়নি।

Comments