নেদারল্যান্ডসের বড় জয়, জিতেছে ইংল্যান্ড-বেলজিয়ামও

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে ফেভারিটরা। সব শেষ প্রস্তুতি ম্যাচে জর্জিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। অন্যদিকে রোমানিয়াকে ন্যূনতম ব্যবধানে হারিয়েছে ফুটবলের জনক দেশ ইংল্যান্ড। জয় পেয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামও।
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে ফেভারিটরা। সব শেষ প্রস্তুতি ম্যাচে জর্জিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। অন্যদিকে রোমানিয়াকে ন্যূনতম ব্যবধানে হারিয়েছে ফুটবলের জনক দেশ ইংল্যান্ড। জয় পেয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামও।

রোববার রাতে জর্জিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। রোমানিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইংলিশরা। একই ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়েছে বেলজিয়াম।

দে গ্রলস্ক ভিস্তে স্টেডিয়ামে জর্জিয়ার বিপক্ষে একচ্ছত্র দাপট দেখিয়ে ম্যাচ জিতে নিয়েছে ডাচরা। ম্যাচের দশম মিনিটে মেমফিস দিপাইয়ের সফল স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বাকি গোল দুটি হয় দ্বিতীয়ার্ধে। ৫৫তম মিনিটে ব্যবধান বাড়ান উট ওয়েঘর্স্ট। এরপর ৭৬তম মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি খেলোয়াড় রায়ান গ্রাভেনবার্গ।

রিভারসাইড স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে রোমানিয়ার বিপক্ষে এদিন বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে নেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। দ্বিতীয় সারির দলের বিপক্ষে লড়াইটা ভালোই করে রোমানিয়া। প্রথম সুযোগও তৈরি করে তারাই। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের পেনাল্টি গোল থেকে জয় পায় ইংল্যান্ডই। ১৯৭০ সালের পর এই প্রথম রোমানিয়ার বিপক্ষে জয় পেল ইংলিশ দলটি।

অন্যদিকে স্তাদে রুই বদুইনে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইটা সমানে সমান হয় বেলজিয়ামের। গত বিশ্বকাপের ফাইনালিস্টদের বিপক্ষে একটি মাত্র বেশি শট লক্ষ্যে রাখতে পারে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি। সেই বাড়তি শটটি থেকেই গোল পায় তারা। ৩৮তম রোমেলু লুকাকুর গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

উল্লেখ্য, আগামী শনিবার রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বেলজিয়ামের ইউরো অভিযান। পরদিন রোববার ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। একই দিনে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago