হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা আজ

হেফাজতে ইসলাম আজ সোমবার তাদের নতুন কমিটি ঘোষণা করবে। নতুন এই কমিটিতে ক্ষমতাসীন আওয়ামীপন্থীরা নেতৃত্ব পর্যায়ে থাকবেন বলে দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।
মার্চের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশজুড়ে হেফাজতের তাণ্ডবের প্রেক্ষিতে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার শুরু হলে দেড় মাস আগে পূর্ববর্তী কমিটি ভেঙে দেওয়া হয়।
অন্তর্বর্তী আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদীর বড় ছেলে রাশেদ বিন নূর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাজধানীর খিলগাঁও চৌরাস্তার বড় জামে মসজিদে সকাল ১১টায় সংবাদ সম্মেলনে হেফাজতের নতুন কমিটি ঘোষণা করা হবে।’
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সংগঠনের এক নেতা বলেন, সরকার নতুন কমিটি গঠনে প্রভাব বিস্তার করছে এবং নিশ্চিত করেছে যে এতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিত ‘হেফাজতের সাবেক প্রধান আহমদ শফির বেশ কয়েক জন অনুসারী’ থাকছেন। গত বছরের সেপ্টেম্বরে শফির মৃত্যুর পর নেতৃত্বের ভূমিকা থেকে তার অনুসারীরা বাদ পড়েছিল।
গোয়েন্দা ও হেফাজত সূত্রে জানান যায়, জুনায়েদ বাবুনগরী ও নূরুল ইসলাম জিহাদি, যারা বিলুপ্ত কমিটির আমির ও সেক্রেটারি জেনারেল ছিলেন, তারা পদে থাকবেন।
২৫ শে এপ্রিল সর্বশেষ কমিটি বিলুপ্ত হওয়ার পরপরই জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক ও নুরুল ইসলাম জিহাদিকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ইংরেজি থেকে অনুবাদ করেছেন সুমন আলী।
Comments