জি-সেভেনকে দরিদ্র দেশগুলোর ভ্যাকসিনের অর্থ পরিশোধের আহ্বান ১০০ সাবেক বিশ্ব নেতার

বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ভ্যাকসিনের মূল্য পরিশোধ করতে উন্নত অর্থনীতির দেশগুলোর সংগঠন জি-সেভেনের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ১০০ সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
প্রতীকী ছবি

বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ভ্যাকসিনের মূল্য পরিশোধ করতে উন্নত অর্থনীতির দেশগুলোর সংগঠন জি-সেভেনের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ১০০ সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া জি-সেভেন সম্মেলন উপলক্ষে এই আহ্বান জানানো হয়। সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা এবং জাপানের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সাবেক বিশ্ব নেতারা জি-সেভেনের প্রতি তাদের চিঠিতে বলেছেন, ২০২০ সালে বৈশ্বিক সহযোগিতা ব্যর্থ হয়েছে। তবে ২০২১ সালে নতুন যুগের সূচনা হতে পারে।

এতে আরও বলা হয়েছে, ‘জি-সেভেন এবং জি-টুয়েন্টি এর সহায়তায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো সহজেই যে ভ্যাকসিনের সুবিধা পাবে তা দাতব্য কাজ নয়, বরং প্রতিটি দেশের কৌশলগত স্বার্থ।’

এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন এবং ১৫ জন আফ্রিকান নেতা।

তারা জানান, সম্মেলনে আমন্ত্রিত জি-সেভেন এবং অন্যান্য নেতাদের বিশ্বব্যাপী মহামারি মোকাবিলায় দুবছরের জন্য প্রতিবছর প্রায় ৩০ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়া উচিত।

ব্রাউন বলেন, ‘জি-সেভেনের জন্য এই অর্থ প্রদান দাতব্যমূলক কাজ নয়, বরং ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং হুমকি থেকে বাঁচতে আমাদের সবার জন্য এটি আত্মরক্ষামূলক কাজ।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago