হেফাজতের নতুন আমির বাবুনগরী, সেক্রেটারি নূরুল ইসলাম জিহাদি

হেফাজতে ইসলামের নতুন কেন্দ্রীয় কমিটির আমির জুনায়েদ বাবুনগরী (বামে) ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম জিহাদি। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কেন্দ্রীয় কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে সংগঠনের আমির ও নূরুল ইসলাম জিহাদিকে সেক্রেটারি জেনারেল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

আজ সোমবার এই ঘোষণা দেওয়া হয়েছে।

আজ সোমবার খিলগাঁও চৌরাস্তার বড় জামে মসজিদে এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।

নূরুল ইসলাম জিহাদি ১৬ সদস্যের উপদেষ্টা কমিটি ও নয় সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটিও ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের নতুন ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাননি গত ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় জড়িত ও বিতর্কিত নেতারা।

মামুনুল হকসহ আরও বেশ কয়েকজন নেতা কমিটিতে কোনও পদ পাননি।

হেফাজতের সূত্র জানিয়েছে, নতুন কমিটির কোনো নেতাই সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত নন এবং তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি সহানুভূতিশীল বলে পরিচিত।

হেফাজতের প্রয়াত আমির শাহ আহমদ শফী বড় ছেলেকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ২৫ এপ্রিল কওমি মাদ্রাসাভিত্তিক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর কয়েক ঘণ্টা পর জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদিকে আহ্বায়ক ও সদস্য সচিব করে হেফাজতের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের একাধিক নেতা দ্য ডেইলি স্টারকে জানান, মার্চে দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সহিংসতায় জড়িতদের বাদ দিয়ে হেফাজতের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের জন্য সরকারের তীব্র চাপ ছিল।

আরও পড়ুন:

যদি কোথাও কোনো ভাস্কর্য হয়, যে দলই করুক, টেনেহিঁচড়ে ফেলে দেব: বাবুনগরী

Comments

The Daily Star  | English

Debate over Detailed Area Plan

Abdul Latif, VP of REHAB and Adil Mohammed Khan, President of BIP expressed differing views in recent interviews with The Daily Star

1h ago