নজরুলের ছবি বিষয়ে রবির কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়
মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তার ছবির জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ফেসবুকে পোস্ট করেছিল। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রবির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়।
গতকাল রোববার এই নোটিশ পাঠানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে রবির করা ওই পোস্টটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটির সমালোচনা করতে থাকে সবাই, ক্ষুদ্ধ হয় পরিবার। পরে রবি সামাজিক মাধ্যমে থেকে সেটি সরিয়ে নেয়।
এ বিষয়ে রবির কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে নজরুলের পরিবারও।
তথ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশে রবির ব্যবস্থাপনা পরিচালকে বলা হয়, ‘গত ২৫ মে, ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে “রবি টেলিকম” ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। পোস্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি না দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া হয়। কবি নজরুল রচিত একটি সংগীতের কয়েকটি লাইন তুলে ধরা হয়, সেখানেও অনেক ভুল ছিল। এ রকম চরম অবমাননাকর পোস্ট দিয়ে “রবি টেলিকম” বাংলা সাহিত্যের দুই কবির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। “রবি টেলিকম”র এ ধরনের কাণ্ডে ক্ষুব্ধ গোটা বাঙালি জাতি।’
নোটিশে রবির ফেসবুক পোস্টের বিষয়ে আগামী সাত কর্ম দিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশও দেওয়া হয়।
তথ্য মন্ত্রণালয়ের নোটিশের বিষয়টি উল্ল্যেখ করে আজ সকালে কবির নাতনি খিলখিল কাজী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এর আগে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। দেখি তারা কী জানায়। আর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন ব্যবস্থা নেওয়ায় সাধুবাদ জানাই।’
এ বিষয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ডেইলি স্টারকে বলেন, ‘আমরা এখনো কোনো নোটিশ পাইনি। এ বিষয়ে মাত্র জানলাম। নোটিশ না পেয়ে কিছু বলতে পারছি না।’
আরও পড়ুন:
Comments