৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে কলেজের বিভিন্ন তহবিল থেকে ৫৬ লাখ আট হাজার ৯৮৬ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদক পাবনার আঞ্চলিক কার্যালয়ে দুদকের উপসহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবির মজুমদার ২০১৬-১৭ অর্থবছরে কলেজের চারটি তহবিল থেকে ১১৮টি পৃথক চেকের মাধ্যমে সরকারি তহবিল পরিচালনার নিয়ম না মেনে ভুয়া বিল, ভাউচারের মাধ্যমে এ টাকা আত্মসাৎ করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, কলেজের ছাত্র সংসদের কার্যক্রম বন্ধ থাকলেও অধ্যক্ষ ছাত্র সংসদ তহবিল থেকে ১৫টি চেকের মাধ্যমে পাঁচ জন ছাত্র নেতা ও কর্মচারীর নামে পাঁচ লাখ দুই হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। কলেজের উন্নয়ন তহবিল থেকে উন্নয়ন কমিটির সুপারিশ ছাড়াই কোটেশন ছাড়া ভুয়া আবেদন, বিল, ভাউচার করে ৩৮টি চেকের মাধ্যমে ১৯ লাখ ৯৯ হাজার ২৩৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। কলেজের বিবিধ তহবিল থেকেও একইভাবে ভুয়া আবেদন ও বিল ভাউচার করে ৩৭টি চেকের মাধ্যমে ১৩ লাখ চার হাজার ৪২ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া কলেজের বেসরকারি আদায় তহবিল থেকে ভর্তি কার্যক্রম ও ফর্ম পূরণ বাবদ নির্ধারিত ফি সহ, অতিরিক্ত অর্থ আদায় করে এ ফান্ডে জমা দিয়ে পরে ২৮টি চেকের মাধ্যমে ১৮ লাখ তিন হাজার ৭০৬ টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুদকের তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের এসব তথ্য প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে দুদক সমন্বিত আঞ্চলিক কার্যালয় পাবনাতে তার বিরুদ্ধে মামলা হয়েছে।'
তবে, অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হলেই তাকে এ মুহূর্তে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়ে এই দুদক কর্মকর্তা বলেন, 'মামলার স্বার্থে প্রয়োজন হলে দুদকের ঊর্ধ্বতন কার্যালয়ের নির্দেশে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হবে।'
Comments