বিদেশি শিল্পীপ্রতি ২ লাখ টাকা ফি, বিদেশে শুটিংয়ে লাগবে অনুমতি

এখন থেকে বিদেশি শিল্পী নিয়ে বিজ্ঞাপন চিত্র নির্মাণ করতে হলে শিল্পীপ্রতি দুই লাখ টাকা সরকারি ফি পরিশোধ করে শুটিং করতে হবে। দেশের বাইরে শুটিং করতে গেলে লাগবে অনুমতি। এমন নিয়ম রেখে এ সংক্রান্ত নীতিমালা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। রোববার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।
রোববার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতারা বৈঠক করেন। ছবি: সংগৃহীত

এখন থেকে বিদেশি শিল্পী নিয়ে বিজ্ঞাপন চিত্র নির্মাণ করতে হলে শিল্পীপ্রতি দুই লাখ টাকা সরকারি ফি পরিশোধ করে শুটিং করতে হবে। দেশের বাইরে শুটিং করতে গেলে লাগবে অনুমতি। এমন নিয়ম রেখে এ সংক্রান্ত নীতিমালা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। রোববার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি সংশোধিত দেশীয় চলচ্চিত্র ও বিজ্ঞাপনে বিদেশি অভিনয়শিল্পী, কলাকুশলী, সংগীতজ্ঞ ও সংগীতশিল্পী অংশগ্রহণ বিষয়ে নীতিমালা জারি করে তথ্য মন্ত্রণালয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা নীতিমালায় সংযোজন করেছি, আপনি বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারবেন, তবে প্রতি শিল্পীর জন্য দুই লাখ টাকা করে ফি দিতে হবে। যে টেলিভিশন এই বিজ্ঞাপন প্রচার করবে, সেই টেলিভিশনকেও এককালীন ২০ হাজার টাকা করে দিতে হবে। এটা করে কেউ বিজ্ঞাপন বানাতে চাইলে বানাক। দেশীয় শিল্পী ও শিল্প রক্ষায় এটা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেড় বছর ধরে করোনা, তারপরও চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য এমন অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, যেগুলো পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তানেও নেওয়া হয়নি। সিনেমা হল পুনরায় চালু করা, আধুনিকায়ন, নতুন সিনেমা হল স্থাপনের জন্য সরকার এক হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। আশা করছি দুই বছরের মাথায় চলচ্চিত্র শিল্প পরিপূর্ণভাবে ঘুরে দাঁড়াবে।’

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের নেতৃত্বে পরিচালক সমিতির একটি প্রতিনিধি দল গতকাল তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, পরিচালক জাকির হোসেন রাজু, কবিরুল ইসলাম রানা, নোমান রবিন, শাহীন কবির টুটুল, নুর মোহাম্মদ মণি।

Comments

The Daily Star  | English

Banks to freeze accounts of Orion Group chairman, MD, four others

The Bangladesh Financial Intelligence Unit (BFIU) has instructed banks in the country to freeze any accounts owned by Orion Group Chairman Obaidul Karim and its Managing Director Salman Obaidul Karim.

5h ago