বস্তির আশেপাশে ফায়ার হাইড্র্যান্ট স্থাপন করা হবে: মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তারা নগরের বস্তিতে ফায়ার হাইড্র্যান্ট স্থাপন করবেন, যাতে আগুন লাগলে বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করতে পারেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।
আগুনে পুড়ে যাওয়া মহাখালীর সাততলা বাউন্ডারি বস্তি। ছবি: প্রবীর দাশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তারা নগরের বস্তিতে ফায়ার হাইড্র্যান্ট স্থাপন করবেন, যাতে আগুন লাগলে বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করতে পারেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন ও তাদের মধ্যে খাবার বিতরণকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘বস্তির আশেপাশে আমরা ফায়ার হাইড্র্যান্ট স্থাপন করতে চাই। এটা যদি করতে পারি এবং বস্তিবাসীকে ট্রেনিং দিতে পারি, তাহলে ইমার্জেন্সির সময়ে ফায়ার হাইড্র্যান্ট দিয়ে আগুন নেভাতে পারবে।’

হাইড্র্যান্ট ব্যবহার করে দমকল বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে যোগ করেন তিনি।

ডিএনসিসি এলাকায় বেশ কয়েকটি বস্তি রয়েছে এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে উল্লেখ করে এর দায় কার জানতে চাইলে মেয়র আতিকুল বলেন, ‘আমি কাউকে দায়ভার দিতে চাই না। এর একটা স্থায়ী সমাধান দরকার।’

বস্তি এলাকায় বহুতল ভবন নির্মাণ করে বস্তিবাসীদের নিরাপদ আবাসস্থল তৈরির মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

খাদ্য বিতরণ নিয়ে তিনি বলেন, ‘আজ সকালেও খাদ্য সহায়তা দিয়েছি, দুপুরেও দেবো, রাতেও যাবে। একজনও যেন অভুক্ত না থাকে সে দায়িত্ব আমাদের আছে।’

 

আরও পড়ুন:

চতুর্থবারের আগুনে সব হারালেন স্বপ্না

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করছে দমকল বাহিনীর ১৮ ইউনিট

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

2h ago