ধনাঢ্যদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান ডা. জাফরুল্লাহর

সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুবের কাছ থেকে অনুদানের টাকা গ্রহণ করছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের ধনাঢ্য মানুষদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ মঙ্গলবার দুপুরে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুবের কাছ থেকে অনুদানের টাকা গ্রহণের সময় এই আহ্বান জানান তিনি।

ডা. সারওয়ার মাহবুব তার মৃত মা রেজিনা বেগমের চেহলামের পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় দান করেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এই দানের টাকায় গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে অসহায়, হতদরিদ্র মানুষের কিডনির চিকিৎসা ও ডায়ালাইসিস করা হয়।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী এই অনুদান গ্রহণের সময় বলেন, ‘প্রায়ত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান জয়িতা গত ২৩ মে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দরিদ্রদের চিকিৎসার জন্য দান করে প্রথম উদাহরণ সৃষ্টি করেছেন। তার ধারাবাহিকতায় মিসেস শিরিন শাহাব ও ফারিহান রহমান তাদের পরিবারের পক্ষ থেকে মরহুমা নিলুফার চৌধুরীর চল্লিশার (চেহলাম) পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেছেন।’

তিনি আরও বলেন, ‘এরই ধারাবাহিকতায় সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুব তার মায়ের চল্লিশার পুরো টাকা দান করলেন। আমরা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

6h ago