প্রাইম ব্যাংকের জয়ে নায়ক রনি, ব্রাদার্সকে জেতালেন রাহাতুল
বোলারদের কল্যাণে সহজ লক্ষ্য পেয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন রনি তালুকদার। মন্থর উইকেটে এই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে অনায়াস জয় পেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির চার নম্বর মাঠে ৭ উইকেটে জিতেছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ৯ উইকেটে ১৩৩ রানের জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা।
টস জিতে ব্যাটিংয়ে নামা জামালের কেউই হাত খুলে খেলতে পারেননি। সোহরাওয়ার্দী শুভ দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ৩০ বলে। ২টি করে উইকেট নেন রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
৬৯ রানের উদ্বোধনী জুটিতে চালকের আসনে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। অধিনায়ক তামিম ২৭ বলে করেন ২৩ রান। রনি আউট হন ৩৪ বলে ৪৮ রান করে। তার ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা। তিনে নামা এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩৫ রান।
৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় প্রাইম ব্যাংকের। মোহাম্মদ মিঠুন অপরাজিত থাকেন ১৯ বলে ২১ রানে। শেখ জামালের সালাউদ্দিন শাকিল পান ২ উইকেট।
৫ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট অর্জন করেছে প্রাইম ব্যাংক। রানরেটে এগিয়ে থাকায় তারা আছে পয়েন্ট তালিকার দুইয়ে। সমান ম্যাচে সাতে থাকা শেখ জামালের পয়েন্ট ৪।
বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের অন্য ম্যাচে ৩৩ রানে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন। টস জিতে ব্যাটিংয়ে নেমে তারা তুলেছিল ৮ উইকেটে ১৪৭ রান। জবাবে ১৯.৫ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব।
রাহাতুল ফেরদৌস ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে হন ম্যাচসেরা। ৫৭ রানে ৬ উইকেট হারানো ব্রাদার্স লড়াইয়ের পুঁজি পায় তার কল্যাণে। ছয় নম্বরে নেমে ৪৪ বলে ৫৪ রান করেন তিনি। পরে বাঁহাতি স্পিনে পারটেক্সের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন তিনি। ৪ ওভারে ৩৪ রানে তার শিকার ৪ উইকেট।
৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে পয়েন্ট তালিকার চারে। ১২ দলের লিগে তলানিতে রয়েছে পারটেক্স। ৫ ম্যাচ খেললেও তারা খুলতে পারেনি পয়েন্টের খাতা।
Comments