মিয়ানমারে সহিংসতায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ফাইল ফটো রয়টার্স

মিয়ানমারে নিরাপত্তাবাহিনীর আক্রমণে দেশটির কায়াহ প্রদেশ থেকে প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আজ মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘মিয়ানমারের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির দ্রুত অবনতির বিষয়ে উদ্বিগ্ন জাতিসংঘ।’

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago