মৌলভীবাজারে যাত্রীবাহী বাস থেকে ৩টি টিয়া উদ্ধার
মৌলভীবাজারে একটি যাত্রীবাহী বাস থেকে তিনটি টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার বাসস্ট্যান্ডে হবিগঞ্জ এক্সপ্রেস বাস থেকে পাখি তিনটিকে উদ্ধার করা হয়।
মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আবদুল করিম কিমের দেওয়া তথ্য অনুযায়ী ঐ বাসে অভিযান চালিয়ে টিয়া তিনটিকে উদ্ধার করা হয়। তবে, পাখি তিনটির সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাখি তিনটি বাসে কে রেখেছিল, তাও জানা সম্ভব হয়নি বলে জানান বন কর্মকর্তা রেজাউল করিম।
আবদুল করিম কিম দ্য ডেইলি স্টারকে জানান, তিনি সিলেট থেকে বাসটিতে ওঠার পর বাসে পাখির শব্দ পান। এক পর্যায়ে তিনি ওই পাখি তিনটিকে দেখতে পান। তখন তিনি বন কর্মকর্তাকে মুঠোফোনে বিষয়টি জানালে, বন বিভাগের পক্ষ থেকে ওই বাসটিতে অভিযান চালানো হয়।
Comments