এপ্রিলে মোবাইলে অর্থ লেনদেনে রেকর্ড ৬৩,৪৭৯ কোটি টাকা

চলতি বছরের এপ্রিলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে এ পর্যন্ত এক মাসে রেকর্ড পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। এ লেনদেনের পরিমাণ ৬৩ হাজার ৪৭৯ কোটি টাকা ছিল বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
ছবি: সংগৃহীত

চলতি বছরের এপ্রিলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে এ পর্যন্ত এক মাসে রেকর্ড পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। এ লেনদেনের পরিমাণ ৬৩ হাজার ৪৭৯ কোটি টাকা ছিল বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে গত বছরের জুলাই মাসে এমএফএস এর মাধ্যমে সর্বোচ্চ ৬২ হাজার ৯৯৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। 

ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ উদযাপনের জন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেন করায় এ বছরের এপ্রিলে তা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চলতি বছরের মার্চ মাসের তুলনায় এপ্রিলে লেনদেন ছয় দশমিক চার শতাংশ বেশি হয়েছে এবং গত বছরের এপ্রিলের তুলনায় এ লেনদেন বেড়েছে ১১৯ শতাংশ।

দেশের বৃহত্তম এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির দ্য ডেইলি স্টারকে বলেন, 'এপ্রিলে সর্বোচ্চ লেনদেন হওয়ার পর ধারণা করছি যে সর্বস্তরের মানুষ ক্রমবর্ধমান এমএফএস সেবা সাদরে গ্রহণ করেছে এবং ব্যবহার করছে।'

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

4h ago