নাটোরে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫২.২৭ শতাংশ, মৃত্যু ২
গত ২৪ ঘণ্টায় নাটোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। একই সময়ে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫২ দশমিক ২৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৬৭ দশমিক ৩০ শতাংশ।
আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোরের দুই পৌর এলাকায় আজ থেকে শুরু হয়েছে সাত দিনের সর্বাত্মক লকডাউন। আজ ভোর ৬টা থেকে নাটোর ও সিংড়া— এই দুই পৌর এলাকায় লকডাউন শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, লকডাউন যথাযথভাবে কার্যকর করতে জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহার নেতৃত্বে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশ। অপ্রয়োজনীয় চলাচল এড়াতে সড়ক ও গলিপথ বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসক মো. শাহ রিয়াজসহ প্রশাসনিক কর্মকর্তারাও লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছেন।
ওষুধের দোকান, কাঁচাবাজার ছাড়া ওই দুই পৌর এলাকার হোটেল-রেস্তোরাঁসহ সব ধরনের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জরুরি পণ্যবাহী যান ছাড়া অভ্যন্তরীণ সব ধরনের বাহন চলাচলও বন্ধ রয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
Comments