চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস
চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সিনেটে ক্ষমতাসীন ডেমোক্রেট ও বিরোধী রিপাবলিকান দলের সদস্যদের ভোটে একটি বিল পাস হয়েছে।
গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউএস ইনোভেশন অ্যান্ড কম্পিটিশন অ্যাক্ট’ নামের বিলটির পক্ষে ৬৮ ও বিপক্ষে ৩২টি ভোট পড়েছে। এই বিলের পক্ষে ১৯ জন রিপাবলিকান সদস্য ভোট দিয়েছেন।
সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাঙ্ক শুমার বলেছেন, এই বিল চীনের প্রভাব মোকাবিলার পাশাপাশি আমেরিকান উদ্ভাবন ভীষণভাবে উজ্জীবিত করবে।
যুক্তরাষ্ট্রে আঞ্চলিক প্রযুক্তি হাব তৈরি করতে দেশটির ডিপার্টমেন্ট অব কমার্সকে আগামী পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলার দেওয়ার কথা বিলটিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোতে যেসব নির্মাণ সামগ্রী ব্যবহার করা হবে সেগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত হওয়ার কথা এই বিলে উল্লেখ করা হয়েছে।
বাইডেনের ‘মেইড ইন আমেরিকা’ নীতির সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে এই বিলের।
হোয়াইট হাউস এই বিলটির খসড়া তৈরিতে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments