সুরক্ষা বলয় ভঙ্গ: কোন শাস্তি পেল না মোহামেডান

shakib al hasan
ছবি: ফিরোজ আহমেদ

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে অনুশীলনের সময় সুরক্ষা বলয় ভাঙ্গার অভিযোগ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। কিন্তু শুনানিতে স্বীকার করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিল না বিসিবি।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বুধবার এক ভিডিও বিবৃতিতে জানান, মোহামেডান আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে, আর এতেই তারা খুশি ‘বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি।…মোহামেডান ক্লাবের শীর্ষ কর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভঙ্গের ঘটনা ঘটেছে এটা নিয়ে তারাও অবগত, তারাও সেটা শেয়ার করেছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন।’

এর আগে গত শনিবার সুরক্ষা বলয় ভাঙ্গার জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন ইনাম। কিন্তু বাস্তবে তাকে কোন ব্যবস্থাই নিতে দেখা গেল না, ‘আমরা বিসিবি থেকে ও সিসিডিএম থেকে নিশ্চিত করতে চাই যে, সামনে টুর্নামেন্ট যেন নিরাপদে হয়। এটা নিশ্চিত করতে আমরা সব ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। বায়ো বাবলের মেইনটেন্স যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছি। সামনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এর জন্য মোহামেডান ক্লাবকেও একটা নোটিশ আমরা দিব। আশা করছি, আমরা টুর্নামেন্টটি সফলভাবে চালিয়ে নিয়ে যেতে পারব।’

পুরো ঘটনাটিতে অস্পষ্টতা রেখেছে বিসিবি। এর আগে বিবৃতিতে বলা হয়েছিল মোহামেডানের অনুশীলনে সুরক্ষা বলয় ভাঙ্গার সম্ভাব্য ঘটনা ঘটেছে। কিন্তু কে কীভাবে বলয় ভেঙ্গেছেন তা জানানো হয়নি।

ওই দিন মোহামেডানের ছিল ঐচ্ছিক অনুশীলন। ব্যাটিং অনুশীলনে আসেন কেবল অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে ছিলেন সহকারী কোচ মেহরাব হোসেন অপি, ম্যানেজার সাজ্জাদ হোসেন। এসময় বলয়ের বাইরে থেকে একজন ভেতরে ঢুকেছেন বলে অভিযোগ আসে।

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

1h ago