সালাউদ্দিনের ৫ উইকেটে বিধ্বস্ত পারটেক্স

Salauddin Shakil
উইকেট নিয়ে সালাউদ্দিন শাকিলের উল্লাস। ছবি: ওয়ালটন

সহজ প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জ্বলে উঠলেন বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল। তার তোপে মাত্র ১০৪ রানে গুটিয়ে গেল তারা। পরে ১৬ বল আগেই অনায়াসে জিতেছে শেখ জামাল ধানমন্ডি।

বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ হয়েছে একপেশে। পারটেক্সকে অল্প রানে মুড়ে দিতে মাত্র ১৬ রানে ৫ উইকেট নেন সালাউদ্দিন। এখন পর্যন্ত এই আসরে এটি সেরা বোলিং নজির। রান তাড়ায় নুরুল হাসান সোহান, ইলিয়াস সানিদের ব্যাটে ৬ উইকেটে টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে শেখ জামাল।

সকালে টস হেরে ব্যাটিংয়ে গিয়ে সালাউদ্দিনের ঝাঁজে পড়ে পারটেক্সের ইনিংস। দ্বিতীয় ওভারেই সায়েম আলমকে তুলে নেন নাসির হোসেন। দলের ৩০ রানে তাসামুল হককে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে উইকেট নেওয়া শুরু সালাউদ্দিনের।

ওপেনার আব্বাস মূসা এক পাশে নিবেদন দেখাচ্ছিলেন। ২০ রান করা মূসাকেও ছাঁটেন সালাউদ্দিন। ইশারুল ইসলাম, ধীমান ঘোষ আর মেহরাব হোসেন পরে যেতে পারেন দুই অঙ্কে। তবে তা ছিল না যথেষ্ট। জুবায়ের হোসেন ও শাহাদাত হোসেন রাজিবকে পর পর দুই বলে আউট করে ইনিংসও মুড়ে দেন সালাউদ্দিন। পরের ম্যাচের প্রথম বলে হ্যাটট্রিকের সুযোগ থাকবে তার সামনে।

১০৫ রানের লক্ষ্য সৈকত আলি ফিরে যান শুরুতেই। থিতু হয়ে ফেরেন (১৭ বলে ১৮) মোহাম্মদ আশরাফুল। নাসির হোসেনও (২২) তা-ই। অধিনায়ক নুরুল হাসান সোহান (৩০) ও ইলিয়াস সানি (২৭) করে করে বিন্দুমাত্র সুযোগ দেননি পারটেক্সকে।

 

Comments

The Daily Star  | English

Mob violence now alarmingly routine

Rights groups say the state's failure to act swiftly and decisively has to some extent emboldened mobs and contributed to a climate where vigilante justice is becoming commonplace.

8h ago