নাটোরে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩.৭ শতাংশ, মৃত্যু ১
নাটোরে গত ২৪ ঘণ্টায় ১৮৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক সাত শতাংশ। একই সময়ে মারা গেছেনর আরও একজন। এখন পর্যন্ত জেলায় মারা গেছেন ৩১ জন।
আজ বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানিয়েছে।
আজ দ্বিতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে নাটোর ও সিংড়া পৌরসভায়। লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের জন্য পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে সব সড়ক ও গলিপথ।
তবে, কাঁচাবাজার ও আম মোকাম খোলা থাকার সুযোগে সেখানে অনেকেই মাস্ক ছাড়া চলাফেরা করছেন। দোকান মালিক ও কর্মচারীরা দোকান খোলার জন্য দোকানের সামেন অবস্থান নিতে দেখা যায়। কিন্তু, পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।
লকডাউনে ওষুধের দোকান, কাঁচাবাজার ছাড়া বন্ধ রয়েছে হোটেল-রেস্তোরাঁসহ সব ধরনের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান। জরুরি পণ্যবাহী যান ছাড়া বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব ধরনের যান চলাচল। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Comments