বরিশালে সংসদ সদস্য পঙ্কজ নাথের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৫

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের গাড়িতে হামলার ঘটনায় মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের গাড়িতে হামলার ঘটনায় মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় হিজলা ফেরিঘাটে সংসদ সদস্য পঙ্কজ নাথের গাড়িবহরে হামলার পর বুধবার রাতে মামলা হয়।

মামলার বাদি হিজলা উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার জানান, মঙ্গলবার রাতে স্থানীয় খেয়াঘাট নিয়ে বরজালিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনায়েত হোসেন হাওলাদারের সমর্থকেরা হামলা চালায়। এই সময় ইট পাটকেল নিক্ষেপে সংসদ সদস্য পঙ্কজ নাথের গাড়ির কাঁচ ভেঙে যায় ও তার ড্রাইভার শুক্কুর আহম্মেদ আহত হন। আরো কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এ নিয়ে এনায়েত হোসেন হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখানে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সংসদ সদস্য বক্তব্য দিলে দলীয় নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে ইট পাটকেল ছোঁড়ে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সরকার জানান, আগে থেকেই এখানে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। একটি গ্রুপ ইটপাটকেল ছুঁড়লে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই ঘটনায় ইব্রাহিম সরদার একটি মামলা করেছেন। এ ঘটনায় এনায়েত হোসেন হাওলাদারের সমর্থক পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও গ্রেপ্তার করা হবে। 

সংসদ সদস্য পঙ্কজ নাথ জানান, বরজালিয়া ও গুয়াবারিয়া থেকে মিটিং শেষে আমি হিজলা ফেরিঘাটের দিকে যাওয়ার সময়ে ইব্রহিম সরদার ও এনায়েত হোসেন হাওলাদারের সমর্থকেরা  ঘাট নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে লিপ্ত হয়, এসময় ইটপাটকেল আমার গাড়িতে এসে পড়লে গাড়ির কাঁচ ভেঙে যায়। আমাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়নি। দুই গ্রুপের মারামারির সময় ইট এসে পড়েছে। 

দলীয় কোন্দল মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

Comments